বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৬/০৫/২০২৫ ০৫:২০:৩১
Ruchak Palak Sauce’
Ruchak Palak Sauce’ ছবি



স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এবার কেচাপ জগতে এক নতুন সংযোজন—‘Ruchak Palak Sauce ’। প্রচলিত টমেটো কেচাপের বাইরে গিয়ে পালং শাক দিয়ে তৈরি এই অভিনব কেচাপ ইতিমধ্যেই সচেতন ভোক্তাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

পালক কেচাপ? শুনতেও নতুন, খেতেও দুর্দান্ত!
পালং শাক আমাদের দেশের একটি অত্যন্ত পরিচিত ও পুষ্টিকর শাক। কিন্তু অনেকেই এর স্বাদে অভ্যস্ত নয়, বিশেষ করে শিশুরা। এবার সেই সমস্যার সমাধান এনেছে Ruchak—পালকের পুষ্টিগুণকে রক্ষা করে তৈরি হয়েছে এমন একটি কেচাপ, যা স্বাদেও অসাধারণ।

বিশেষত্ব যা Ruchak Palak Sauce, কে আলাদা করে তোলে:

পালংয়ের পুষ্টি, কেচাপের স্বাদ: আয়রন, ভিটামিন A, K ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।

স্বাদের নতুন সংজ্ঞা: প্যারাটার সাথে, স্যান্ডউইচে, স্ন্যাকসে বা শুধু চিপসের ডিপ হিসেবেও পারফেক্ট।

সবার জন্য: শিশু, তরুণ কিংবা বয়স্ক—সবার উপযোগী একটি পণ্য।

হেলদি ফাস্টফুডের সঙ্গী: বাইরের ফাস্টফুড নয়, এখন ঘরেই তৈরি হোক স্বাস্থ্যকর খাবার।

ভোক্তারা বলছেন...

"আমার বাচ্চা কখনো পালক খেত না, এখন নিজে থেকেই বলে – পালক কেচাপ দাও!"
— সাদিয়া হক, উত্তরার একজন মা


"রুচির বিকল্প নেই, কিন্তু এবার পুষ্টিও থাকছে সঙ্গে। অসাধারণ আবিষ্কার!"
— মেহেদী হাসান, একজন পুষ্টিবিদ

এখনই কিনুন, উপহার দিন স্বাস্থ্য আর স্বাদ একসাথে!

সর্বত্র পাওয়া যাচ্ছে। আপনার নিকটস্থ সুপারশপ অথবা অনলাইন অর্ডার দিন আজই।

Ruchak Palak Sauce,— পালকে  পুষ্টি,
Email : [email protected] 

সিলেট আই নিউজ / একে


ফেসবুক পেইজ