বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৭/০৫/২০২৫ ০৪:৩৩:৪৫
Sylhet i News, সিলেটি নিউজ, Sylhet News Bangla
ছবি: সংগৃহীত


নাটোরের বড়াইগ্রামে প্রতারক জামাইয়ের সন্ধান পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন শাশুড়ি আনোয়ারা বেগম। ওই জামাইয়ের নাম সিয়াম হোসেন (২৪)। তিনি পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে।

শুক্রবার (১৬ মে) উপজেলার জোনাইল বাজারে জনসম্মুখে শাশুড়ি আনোয়ারা বেগম ওই ঘোষণা দেন। আনোয়ারা জোনাইল বাজারের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

এর আগে আনোয়ারার মেয়ে আলো খাতুন বড়াইগ্রাম থানায় সিয়াম হোসেনের নামে লিখিত অভিযোগ করেছেন।

আনোয়ারা বেগম বলেন, চার বছর আগে আমার মেয়ে আলো খাতুনের (২২) সঙ্গে দোলন গ্রামের কিরন আলীর ছেলে সিয়াম হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সিনথিয়া খাতুন (০১) নামের কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ে ও জামাই আমার বাড়িতেই বসবাস করে। সিয়াম জোনাইল বাজারের আহসানের জুয়েলারি দোকানে কাজ করতো। গত রমজান মাসে জুয়েলারির দোকান থেকে ৬০ ভরি রুপা নিয়ে পালিয়ে যায়। এসময় বাজারের একটি মেয়েকেও সঙ্গে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সিয়ামের মা তার ছেলেকে গুম করা হয়েছে মর্মে আমার (আনোয়ারা) ও জুয়েলারি দোকান মালিক আহসানের নামে থানায় অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ। নাতনি ও মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। নাতনি বাবার জন্য কান্নাকাটি করে। জুয়েলারি দোকান মালিক রুপা ফেরত চেয়ে চাপ সৃষ্টি করছে। আবার তার মা অভিযোগ করেছেন। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। তাই যদি কেউ আমার জামাইয়ের সন্ধান দিতে পারে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সিয়ামের মা রওশনা বেগম বলেন, আমার ছেলেকে গুম করে এখন নাটক করছে বিয়াইন (আনোয়ারা)। দ্রুত আমার ছেলের সন্ধান দিতে হবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন গনমাধ্যমকে বলেন,  আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট আই নিউজ / একে


ফেসবুক পেইজ