

হবিগঞ্জ প্রতিনিধি :>>
প্রকাশ ১৯/০৫/২০২৫ ০৮:০৪:২৯

ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বাহুবলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন |
হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
আজ সোমবার (১৯ মে) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ। ``
প্রত্যক্ষদর্শীরা জানান, ``কুমিল্লাগামী রিয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে একটি প্রাইভেট কার ওভারটেক করতে যায়। সেই সময় সিলেটগামী শামীম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।``
এ সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ দুজন মারা যান। পরে আহত অবস্থায় আরেকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
`` বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুটি মরদেহ হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে এবং একটি মরদেহ সদর হাসপাতালে রয়েছে।``
সিলেট আই নিউজ / একে

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য