বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২৩/০৫/২০২৫ ০৩:১২:২৮
ঢাকা -সিলেট মহাসড়ক  রাস্তারগর্ত দ্রুত মেরামতের
ছবি: সংগৃহীত



ঢাকা- সিলেট মহাসড়ক বিশ্বরোড় চত্বর ভাঙা বড় বড় গর্ত রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। মঙ্গলবার তিনি ঢাকা সিলেট মহাসড়ক বিশ্বরোড এলাকায় পরিদর্শনে যান তিনি । এসময় মানুষের সাথে কথা বলেন এবং রাস্তার মধ্যে বড় বড় গর্ত যান চলাচলে অযোগ্য রাস্তা দ্রুত মেরামতের আশ্বাস দেন।


এদিকে  ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর অংশে আশুগঞ্জ থেকে চান্দুরা পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সড়কে বড় আকারের একটি গর্তে একাধিক গাড়ি আটকে পড়ায় যানজটের সূত্রপাত হয়। পরবর্তীতে পরিস্থিতি এতটাই মারাত্মক রূপ নেয় যে পুরো মহাসড়কে থেমে যায় যান চলাচল। পরিস্থিতির এমন অবনতির পরেও ঠিক কবে নাগাদ এই যানজট স্বাভাবিক হবে, তা বলতে পারছেন না কেউই। মহাসড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বিকল্প সড়ক বা তাৎক্ষণিক কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সমস্যা কাটছে না।

এতে করে গত রাত বারোটা থেকে আজ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে আটকে আছে রোগী বহনকারী এম্বুলেন্স। এতে দুর্ভোগে পড়েছে লাখো যাত্রী। দেশের বিভিন্ন গণমাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিয়ে রিপোর্ট হয়। যাত্রীদের যাতে দুর্ভোগ না হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সরেজমিনে পরিদর্শন করেন । পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান। খাঁটি হাতা হাইওয়ে থানার (ওসি) মো.মামুন রহমান সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।`` সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এ সময় সাংবাদিকদের বলেন, এখন সাময়িকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করেছি ঠিকাদার এর সহযোগিতায়। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এনে এর স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করা হবে। অবশেষে প্রশাসনের নজরে আসায় ভুক্তভোগী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।``


সিলেট আই নিউজ / ওপিএম


ফেসবুক পেইজ