বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন



Repoter Image

আজমিরীগঞ্জ প্রতিনিধি :>>

প্রকাশ ০৪/০৬/২০২৫ ০১:১৬:২৯
আজমিরীগঞ্জে দিন-রাত টুং-টাং শব্দে মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা

ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন আজমিরীগঞ্জ  উপজেলার কর্মকার সম্প্রদায়ের কামার শিল্পীরা। ভোর থেকে  রাত পর্যন্ত নিরলসভাবে দা, ছুরি, বটি, কুড়াল ও চাপাতি  তৈরির কাজ করছেন তারা। কোরবানি উপলক্ষে অর্ডার নেওয়া দা চাপাতি ছুরি  ঠিক সময় তৈরি করে দিতে দিন-রাত কাজ করছেন তারা।আর কয়েক দিন পর কোরবানির ঈদ।

ব্যস্ত  কামার শিল্পীরা। দিন রাত  শোনা যায় টুং-টাং  শব্দ। কোরবানির পশু জবাই ও মাংস বানাতে আগুনের শিখায় লোহাকে পুড়িয়ে তৈরি করা এসব দা, ছুরি, কুড়াল, বটি, চাপাতি অত্যাবশ্যকীয়। কোরবানির আগে এসব উপকরণ হাতের কাছে না থাকলেই নয়। সেগুলো সংগ্রহ ও প্রস্তত রাখতে এখন ব্যস্ত সবাই। তাই এসব কিনতে এখন কামারের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।  সেখানকার কর্মকার নতুন নতুন দা, ছুরি ও বটিসহ নানান ধারালো অস্ত্র তৈরি করছে। কেউ আবার পুরনো দা, ছুরি, বটি ঝালাই দিয়ে ধারালো করে নিচ্ছেন।

এসব দোকানের কারিগররা জানান, কোরবানি দিন সকাল পর্যন্ত দিন-রাত  কাজ করতে হয় ।  উপজেলার প্রতি বাজারের কামারদের ব্যস্ততা একই রকম। কথা বলার সময় নেই কারও। কেউ হাপর টানছেন। কেউবা আগুনে কয়লা দিচ্ছেন। জ্বলন্ত আগুন থেকে লোহা তুলে সমানতালে পেটাচ্ছেন তাঁরা। সেই পেটানো তপ্ত লোহা থেকে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি কুড়াল, চপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র।

জলসুখা  বাজারে কামার শিল্পী বলেন আগের মত আমাদের কাজ এখন আর হয় না ঈদ আসলে আমাদের কিছু কাজ হয়  তবে ঈদের পুরোদমে কাজ এখনো আমরা পাইনি, কাজ অনুযায়ী মজুরি কম ,  ঈদের পাঁচ সাত দিন আগে থেকে ভাল বেশি কাজ পড়বে।

সিলেট আই নিউজ / এলটি


ফেসবুক পেইজ