

আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ০৪/০৬/২০২৫ ০২:১৮:৩৮

কুমিল্লা-সিলেট মহাসড়কে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে ভোররাতে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ট্রাকে থাকা অন্তত দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার একে একে বিস্ফোরিত হয়।
বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও মহাসড়কে অন্তত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা একটি এলপি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। শহর বাইপাস সড়কের বিরাসার এলাকায় পৌঁছালে মহাসড়কের একটি বড় গর্তে পড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গর্তে আটকে থাকা একটি প্রাইভেটকারের ওপর ট্রাকটি উল্টে পড়ে।
পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যায়। গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও প্রাইভেটকারে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে ট্রাকে থাকা সিলিন্ডারগুলো একে একে বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে।
বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম–সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প হিসেবে শহরের ভেতর দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে ট্রাকেও। এতে ট্রাকে থাকা সব গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি টাকার বেশি হতে পারে।
সিলেট আই নিউজ / ওপিএম

ফেসবুক পেইজ

ফেসবুক মন্তব্য