বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ০৪/০৬/২০২৫ ০২:২৬:২১
Sylhet i News, সিলেটি নিউজ, Sylhet News Bangla
ছবি: সংগৃহীত


ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুরে মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে অবৈধ স্থাপনাগুলোর কারণে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। এর ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে ২০টি স্থায়ী ৩০টি বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া চলমান আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্ট খানাখন্দগুলো সংস্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযান চলাকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিম মেজবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’


সিলেট আই নিউজ / ওপিএম


ফেসবুক পেইজ