
আই নিউজ ডেস্ক ::
প্রকাশ ১৬/০৬/২০২৫ ০৯:২৯:৫৩

আজকাল আবহাওয়া পূর্বাভাস নিয়ে চলছে নানা বিতর্ক। বিশেষ করতে চলতি মওসুমে। গত কয়েকদিন থেকে সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষনের বা বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি ঝরেনি।
এইতো, সোমবার (১৬ জুন) থেকে সিলেট ও আশপাশ এলাকায় ভারী বর্ষনের আভাস ছিল। কিন্তু সকালের দিকে সামান্য বৃষ্টিপাত হলেও তা খুব একটা স্বস্তির নয় মোটেও।
এদিকে আবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের আকাশ সীমায় প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে সারাদেশে আগামী ২৭ জুন পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।তবে সবচেয়ে বেশী বৃষ্টিপাত হবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে।
এ কয়েকদিনে সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে ৩০০ থেকে ৪৫০ মিলিমিটার।
তাছাড়া এ বৃষ্টিতে সিলেট বিভাগের নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
সঙ্গে সিলেট ও পার্বত্য চট্টগ্রামে প্রবল ভূমিধ্বসের আশঙ্কাও প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
সিলেট আই নিউজ / এলটি
ফেসবুক পেইজ
ফেসবুক মন্তব্য