শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৮/০৬/২০২৫ ০৯:১৪:৫৮
Sylhet i News, সিলেটি নিউজ, Sylhet News Bangla
প্রতীকী ছবি






বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারী।


তিনি দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। প্রাইভেটকারে তার স্বামী এবং সন্তানরাও ছিলেন। আহত জুনেদের অবস্থা গুরুতর। স্থানীয়দের সহযোগিতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মোগলাবাজার থানা পুলিশ।


একই দিনে দুপুরে জকিগঞ্জের অফিস বাজার এলাকায় বরযাত্রার গাড়ির সঙ্গে একটি টমটমের সংঘর্ষ ঘটে। এতে টমটম চালক ঘটনাস্থলেই নিহত হন।




সিলেট আই নিউজ / একে


ফেসবুক পেইজ