শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন



Repoter Image

গোয়াইনঘাট প্রতিনিধি :>>

প্রকাশ ১৮/০৬/২০২৫ ১০:০৪:৪৮

জাফলংয়ে অবৈধ পাথর ক্রাশার মেইলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করেছে যৌথবাহিনী। বুধবার( ১৮ জুন) দুপুর ১২ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার জাফলং এলাকার বিভিন্ন অবৈধ পাথর ক্রাশার মেইলে এ অভিযান চালানো হয়।

এ সময় যৌথবাহিনীর উপস্থিততে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে টাক্সফোর্সের অভিযানে জাফলংয়ে ৬৭ টি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । এসব ক্রাশার মেইলের বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়েছে। 

এর আগে সিলেটের পরিবেশবান্ধ পর্যটন বিকাশ ও পরিবেশ ভারসাম্য রক্ষার নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। 

বিদ্যুৎ বিভাগ,পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ, বিজিবি ও পুলিশ সদস্যর সমন্বিত টাক্সফোর্সের অভিযান পরিচালনা হয়।অভিযানে অংশ নেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন ,জাফলংয়ের বিভিন্ন এলাকায় ৬৭ টা অবৈধ পাথর ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মিটার গুলো খুলে নেওয়া হয়েছে।অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান কার্যক্রম চলমান থাকবে।কোনভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।

সিলেট আই নিউজ / জা/উ


ফেসবুক পেইজ