শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন ১৭ ডিসেম্বর
শাবি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
রবিবার (১৬ নভেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
কমিশন সূত্রে জানা যায়, ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ নভেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমাদান, ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোকাদ্দেছ বলেন, ভোটের ফলাফল ওএমআর মেশিনে গণনা করা হবে। ভোট গ্রহণ শেষেই ভোট গণনা শুরু হবে এবং একইদিনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কমিশন বদ্ধ পরিকর। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।





