ফের পিছালো শাকসু নির্বাচন :নতুন তারিখ ২০ জানুয়ারি
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ পিছিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি।
রোববার (২৩ নভেম্বর) সকালে প্রশাসন ভবন–১ এর সম্মেলন কক্ষে আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
উল্লেখ্য, সভায় রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। সকলের সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী শাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে, যাতে সমস্ত শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়।




