শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন



Repoter Image

বিশ্বনাথ প্রতিনিধি :>>

প্রকাশ ২৭/০১/২০২২ ০৮:১১:১৬

বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক নুসরাত জাহান ও তাঁর আড়াই বছরের কন্যা শিশুসন্তানসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে পরীক্ষা নমুনা তাঁর রিপোর্টে করোনা পজিটিভ আসে।

শিশু সন্তানসহ ইউএনও’র করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা.আব্দুর রহমান মূসা। তিনি বলেন, বুধবার সকালে র‌্যাপিড টেস্ট করলে দুজনের করোনা পজিটিভ আসে।

তিনি আরও বলেন, ওমিক্রণের পর থেকে বিশ্বনাথে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে ৮৭০জন।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক নুসরাত জাহান বলেন, বর্তমানে  সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

তিনি জানান, প্রথমে তাঁর মেয়ের শরীরের জ্বর দেখা দেয়। পরে টেষ্ট করলে দুজনের করোনা পজিটিভ আসে। গতকাল জ্বর থাকলেও আজ জ্বর নেই শুধু কাশি রয়েছে বলে জানান তিনি।

সিলেট আই নিউজ / এমএনআই

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ