শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১০/০৫/২০২২ ০৭:০৩:৪০

আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে লড়াই করেও শক্তিশালী ব্রাজিলের সঙ্গে বড় হার এড়াতে পারলেন না ব্যারিস্টার সুমনরা। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মরক্কোর মারাকেশে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের আইনজীবীদের ফুটবল দল।

আগের ম্যাচে রিপাবলিক অব কঙ্গোর কাছেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশের আইনজীবীদের ফুটবল দল। সে ম্যাচে হজম করেছিল ৫ গোল।

আইনজীবীদের এই ফুটবল ব্শ্বিকাপ অনুষ্ঠিত হচ্ছে সেই ১৯৮৩ সাল থেকে, প্রতি দুই বছর পর পর। তবে বাংলাদেশ এবারই প্রথমবার অংশ নিচ্ছে।

বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরায়েল, জাপান, মেক্সিকো, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক ও ইউক্রেনসহ মোট ৩৩টি দেশের ৯০টি দল ছয়টি বিভাগে অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি দল, যা ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’ নামে মাস্টার বিভাগে অংশগ্রহণ করছে।

গত বৃহস্পতিবার (৫ মে) এই বিশ্বকাপে অংশ নিতে মরক্কোর মারাকেশে যান ব্যারিস্টার সুমনসহ বাংলাদেশের আইনজীবীদের দল।

সিলেট আই নিউজ / আইনিউজ/এসএম

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ