শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন



Repoter Image

হায়দার চৌধুরী-গোয়াইনঘাট

প্রকাশ ১২/০৫/২০২২ ১৭:২৬:৪০

সিলেটের গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। ফাইনাল ম্যাচে পূর্ব আলীরগাঁও ইউনিয়নকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লেঙ্গুড়া ইউনিয়ন ফুটবল একাদশ।

বৃহস্পতিবার (১২মে) বিকাল ৪টায় উপজেলার রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে খেলাটি গোল শূণ্য ড্র-হয়। পরে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে আলীরগাঁও ইউনিয়নকে হারিয়ে শিরোপা অর্জন করে লেঙ্গুড়া ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ফারুক আহমদ'র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. কামরুল হাসান’র পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় রায়, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির আহমদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, আলীরগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সোহেল আহমদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল আহমদ, শাকির আহমদ, যুবলীগ নেতা সাইফুর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুফিয়ান আহমদ, ছাত্রলীগ নেতা আইনুল হক, গোলাম রেজওয়ান রাজিব, সিনিয়র খেলোয়াড় আজমল, রামা দেব, রিয়াজ, জুনেদ, নাঈম, সুমন, নুরুল আমিন প্রমুখ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, আমিনুর রশিদ আমিন, ইকবাল আহমদ রাসেল, তোফায়েল আহমদ হেলু, বিলাল উদ্দিন।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়ন থেকে একটি করে দল অংশগ্রহণ করেন।

সিলেট আই নিউজ / এনসি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ