শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৯/০৮/২০২১ ১৪:১০:২৬

মোবাইল ইন্টারনেটের গতির উন্নয়ন ঘটাতে পারেনি বাংলাদেশ। ফলে থাকতে হলো আগের অবস্থানেই। মোবাইল ইন্টারনেটের গতিতে আগেরবারের মতো এবারও বাংলাদেশের অবস্থান ১৩৫ নম্বরে।


গত প্রতিবেদনে ১৩৭টি দেশের তথ্য থাকলেও এবার তুলে ধরা হয়েছে ১৩৯টি দেশের চিত্র। আর তাতে শেষ পাঁচে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরে থাকা বাকি চার দেশ হলো— জিম্বাবুয়ে, ফিলিস্তিন, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।


প্রতিবেদন প্রকাশকারী ‘ওকলা’ নামের প্রতিষ্ঠানটির তথ্য বলছে, জুনে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল প্রতি সেকেন্ডে ১২ দশমিক ৬ এমবিপিএস। মে মাসের চেয়ে যা সামান্য বেশি। মে মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি ছিল ১২ দশমিক ৪৮ এমবিপিএস।


ইন্টারনেট নিয়ে তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে বিভিন্ন দেশের গড় ইন্টারনেট গতির তুলনামূলক চিত্র প্রকাশ করে ওকলা। এক মাসের তথ্য পরবর্তী মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করে তারা। সেই হিসাবে প্রতিষ্ঠানটির জুলাইয়ের প্রতিবেদনে স্থান পেয়েছে জুন মাসের ইন্টারনেট গতির চিত্র।


জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দেশগুলো হলো— যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও কাতার।

সিলেট আই নিউজ / আইনিউজ/এসএ

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ