শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৩/১০/২০২১ ১৫:৩১:৩৭

সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা, দালাল, পুঁজিবাদ বিরোধী আপোষহীন সংগ্রামী নেতা কমরেড অজয় ভট্টাচার্যের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮ টায় নগরীর চালিবন্দরস্থ শ্মশানে শ্রদ্ধাঞ্জলি শেষে শপথ বাক্য পাঠ করান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুরুজ আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য শুভ আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবুল কালাম আজাদ সরকার প্রমুখ।

পরে সন্ধ্যা ৬টায় জেলা অফিসে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ স’মিল শ্রমিক সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব রহমান, সভাপতি রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির অর্থ সম্পাদক মোঃ নাছির মিয়া, বাংলাদেশ প্রেস শ্রমিক সংঘ সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান সাজু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কমরেড অজয় ভট্টাচার্যের আমৃত্যু লালিত স্বপ্ন এদেশ থেকে সাম্রাজ্যবাদ সামন্তবাদ উচ্ছেদ করে শ্রমিক-কৃষকের সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করে পুঁজির শোষণ থেকে শ্রমিক শ্রেণি ও নিপিড়ীত জাতি ও জনগণনের মুক্তির যে সংগ্রামকে অগ্রসর করতে হবে।

সিলেট আই নিউজ / আইনিউজ/এসএ

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ