শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন



Repoter Image

নিজস্ব প্রতিবেদন ::

প্রকাশ ১৮/১০/২০২১ ০৬:২০:৩১

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১১ জনের শরীরে মহামারি এই ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। অপরদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে সুস্থ হয়েছেন আরও ২৫ জন করোনাক্রান্ত রোগী।

নতুন করে মৃত্য ১জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮৬১ জন, সুনামগঞ্জে ৭৩, হবিগঞ্জে ৪৮ এবং মৌলভীবাজারে ৭১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৭১ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮৯০০ জন, সুনামগঞ্জে ৬২৪৪, হবিগঞ্জে ৬৬৪৭ এবং মৌলভীবাজারে ৮১৪১ জন।

সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় ২৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩০৬৮৫ জন, সুনামগঞ্জে ৬০৬৫, হবিগঞ্জে ৩৮০৯ এবং মৌলভীবাজারে ৭৩০৪ জন।

সিলেট আই নিউজ / এমএনআই

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ