শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১২ অপরাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ১৯/১০/২০২১ ১৮:৪০:৫৮


সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে “রুখে দাড়াও বাংলাদেশ” স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও  হাসপতালের মিডলেভেল চিকিৎসক পরিষদ। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ গেইটে কর্মসূচি পালন করা হয়।

 সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের জনপ্রিয় সংগঠন মিডলেভেল চিকিৎসক পরিষদ এর উদ্যোগে এবং সংগঠনের সভাপতি ডা.প্রশান্ত সরকারের নির্দেশক্রমে শারদীয় দুর্গোৎসবে দেশব্যাপী পূজামন্ডপ ও প্রতিমা ভাঙ্গচুর, হত্যা, লুটপাট, আগুন সন্ত্রাস তথা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা.জহিরুল হাসান খান এর সভাপতিত্বে  ও কোষাধ্যক্ষ ডা.মোহাম্মদ হাসান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগটনের যুগ্ম-সম্পাদক ডা.জলিল কায়সার খোকন, সাংগঠনিক সম্পাদক ডা.সাবের আহমদ, ডা.আদনান চৌধুরী, দপ্তর সম্পাদক ডা.অরূপ রাউৎ।

প্রতিষ্টান প্রধান হিসেবে অধ্যক্ষ অধ্যাপক ডা.ময়নুল হক মনোভাব ব্যক্ত করে বলেন, ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী ও অধ্যাপক নাসরিন আক্তার এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের সহকারি ও সহযোগী অধ্যাপকবৃন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মিডলেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা.এম নূরুল ইসলাম।


বক্তারা তাদের বক্তৃতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে যেনো এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সকল সচেতন নাগরিককে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে আরও বলেন, `বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি কেউ সংখ্যালঘু নয়,সংখ্যালঘু উগ্রবাদীরা। কিন্তু সকল ধর্মের সচেতন সংখ্যাগুরু নাগরিকদের নীরবতা তাদের সংখ্যালঘু বানিয়ে উগ্রবাদীদের সংখ্যাগুরু করে দিচ্ছে।`

মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিওমেক শাখার সভাপতি ডা.সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান নাজমুল, বিএমএ নেতা ডা.আজিজুর রহমান রুমান।


সিলেট আই নিউজ / আই নিউজ /এপ

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ