শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন



Repoter Image

আই নিউজ ডেস্ক ::

প্রকাশ ২৬/১১/২০২১ ১১:৫৫:৩২

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ন্যাপ ভাসানীর উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর ন্যাপ ভাসানীর সভাপতি শহিদুল হক নগরীর সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় চেয়ারম্যান বঙ্গদীপ এম. এ. ভাসানী বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন নেতার নেতা। যার কোনো বিকল্প নেই, ও বিতর্ক নেই। তাকে তুলনা করা যায় ভারতের মাহত্না গান্ধীর সাথে, ইরানের কমিউনির সাথে। তিনি ক্ষমতার বাইরে থেকেও সাধারণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করে গেছে। তাকে যদি আমরা উদাহরণ হিসেবে ধার করি সমাজে দলে দলে কোন্দল, দলের অভ্যন্তরীন কোন্দল, দলের বাইরে কোন্দল কমে যাবে। মাওলানা ভাসানী ছিলেন শোষণ ও সমাজ প্রতিষ্ঠার অধিকারী।

এসময় উপস্থিত ছিলেন, ইমতিয়াজ, আব্দুল জলিল, ভাসানী ছাত্র সংস্থার আহবায়ক পলাশ মিয়া, আলম হোসেন, আল আমিন, সাজু আহমদ এবং ন্যাপ ভাসানী সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

সিলেট আই নিউজ / এমএনআই

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ