শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন



Repoter Image

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ ০৪/১২/২০২১ ০৭:৪৪:২৭

স্কুল বহির্ভূত ও ঝরে পড়া শিশুদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে শান্তিগঞ্জ উপজেলায় মঞ্চস্থ হল নাটক 'আলোমতির স্বপ্ন'।

ইউনিসেফের সহযোগিতায় Let us Learn project জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে নাটকটি মঞ্চস্থ  করেছে শান্তিগঞ্জের আলোর মঞ্চ নাট্যদল।

বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর ) শান্তিগঞ্জের সদরপুর ও পার্বতীপুরে  নাটকটি মঞ্চস্থ হয়।

এতে ব্যাপক সাঁড়া পড়ে সাধারণ মানুষের মধ্যে। সচেতন মহল বলছেন ইউনিসেফের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসার।

এসময় উপস্থিত ছিলেন লেট আস লার্ন প্রজেক্ট সুনামগঞ্জের সিফোরডির কো-অর্ডিনেটর মো. বদরুল আলম, আনন্দধারা প্রাথমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা সাথী দেব, বুশরা বেগম ও জলি রানী দেব।

শান্তিগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেবের পরিচালনায় নাটকে অভিনয় করেন চৈতি দেব, সুবর্ণা দেব, দীপ্ত দেব, ঝুমা দেব, বিশাল দেব, সোমা , মোন্না দেব, জয়া বিশ্বাস, লিপি বিশ্বাস, সুমি বিশ্বাস, মুন্না বিশ্বাস, হারমুনিয়ামে কোকিল দাশ ও ঢুলে দীলিপ রবি দাস।

সিলেট আই নিউজ / এমএনআই

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ