শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০০ অপরাহ্ন



Repoter Image

কুলাউড়া প্রতিনিধি :>>

প্রকাশ ০৩/০৬/২০২২ ১৫:৩৩:৫৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মুড়ইছড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রুহিদাস সরকার (১৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩ জুন) বিকেলে বিজিবির সদস্যরা টহলকালে তাকে আটক করে। আটক রুহিদাস ভারতের কৈলাশহর থানার দুলাল সরকারের ছেলে।

বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে মুড়ইছড়া সীমান্ত এলাকা থেকে রুহিদাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় আইডি কার্ড, ভারতীয় রুপি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহিদাস জানায়, বাংলাদেশে বসবাসরত তার এক অসুস্থ নিকটাত্মীয়কে দেখতে মুড়ইছড়া সীমান্ত দিয়ে সে অবৈধ অনুপ্রবেশ করে। আটককৃত ভারতীয় নাগরিককে রাতে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সিলেট আই নিউজ / এনসি

মাই ওয়েব বিট

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।

ফেসবুক পেইজ